বাংলাদেশঃ অলুক্ষণে বিভীষণ থেকে এক স্বপ্নপতাকা
জেনেছিলাম সে এক অলুক্ষণে বিভীষণ
যে রাতে চাঁদ ঢেকেছিল মুখ লজ্জ্বায়।
সে চাঁদ ওঠেছিল নিয়ে সমূহ আলো
হায়নার মুখ দেখে হারিয়েছিল আপনার অবয়ব
তবু রাত, সে রাত যে রাত ধরতে পারে
ঝড়ের গতিবিধি তাই রাতময় থাকেনি সে রাত
মাপতে বসেছিল কোন এক স্বপ্নদেশের দুরত্ব।
হে চাঁদ, আমার নিয়ত দেখা চাঁদ
তুমি দেখেছিলে একাত্তুর
আমার উজাড় হওয়া বাংলাগ্রাম
নিথর প্রাণের ধানক্ষেতে রেসকোর্সের মাতম
অথবা হঠাৎই হাওয়ায় হাওয়া জাগানো কালুরঘাট
ইতিহাসের স্বাক্ষী থেকে ইতিহাসের স্বপ্নবুনন।
সে রাত যদিও এক অলুক্ষণে রাত
তবু সে রাতই দেখিয়েছিল পথ সতেজ ভোরের
আমার বাবার ইস্পাতসম হাত ধরে
আমার মা নামের এক পতাকা ওড়াবার স্বপ্ন।
বধ্যভূমি
গো-চারণভূমি যেমন থাকার কথা তেমনই আছে
খুঁটিওলা গরু খুটিছাড়া গরু আরামে ঘাস খায়
———————বর্জ্য ছাড়ে নিঃসংকোচে।
বর্ণিল পাথরখন্ড গুমড়ে কাঁদে
সজীব ডগা-মুড়ানো ঘাস কিংবা ঝোপের আড়ালে
শুধুমাত্র গরুরাই এখানকার অভ্যাগত অতিথি,দর্শক শ্রোতা
হয়তোবা কোনকালের কোন মূর্খের কাজ
অযত্মে-অবহেলায় আকাশ দেখে মূল্যবান পাথর।
কেউ কী জানে না ঐ পাথরের মূল্যমান
কেউ কী জানে না এখানে শায়িত অস্থিমজ্জ্বা,অমিত সন্তান
কেউ কী দেখে না ঐ পাথরের নেত্রজল
কেউ কী দেখে না ঐ বহমান রক্তক্ষরণ?
কে দেখবে
———-আমি
————–তুমি
——————-সে
———————–কে?
কার এতো সময় পড়ে রয় হাতে?
তাই বুঝি গরুরাই এখানে এতো আগ্রহী!
মঞ্চে এক মুক্তিসন্তান
এটা একটা কবিতা, উৎকৃষ্ট কবিতা
ভাবতে পারো আত্মপ্রচার, হয়তো তা-ই
আমার বাবা এক মুক্তিযোদ্ধা, গণযুদ্ধের মুক্তিযোদ্ধা
সম্মুখযুদ্ধে অংশ নিয়ে পেড়ে এনেছিলেন এক দেশ; বাংলাদেশ।
বাংলাদেশ, তোমার জন্ম যে পথ বেয়ে
সে পথের কোনো এক মাসে এসেছি আমিও
যদিও তুমি আমা থেকে বছর কয়েক বড়
তবু আমিও দেখিনি তোমা থেকে খুব একটা কম
হয়ত তোমার মতো নয় অভিজ্ঞ কোনও এক
ভাবতে পারো পোড় খাওয়াজন, খাঁটি সো্না!
এই ফাল্গুণ গত হয়েছিল গত বছরে
তা লিখে রাখেনি কোনো সংবিধান
ছাপা হয়নি কোনো খবরের কাগজে
কোনো টক-শো তে বসেনি কোনো টিভি চ্যানেল
তবে আমি লিখে রেখেছিলাম বলে ফের অবগাহন করি
আর একটা জ্বলজ্বলে সুর্যে রাখি তুমুল পদক্ষেপ
তো্মাকে সমানে রেখে।
এ আমি গর্ব করতেই পারি আমার পিতাকে নিয়ে
গর্ব করতে পারে আমার পিতামহ, তাঁর পিতা আর পিতামহ
আমার পরিজন, আত্নীয়-অনাত্নীয়
একটা সূর্য সন্তানের দেখা পেয়েছে বলে।
দিন যায়, মাস যায়, আসে আর একটা দিন–মাস
ঘটনা যা-ই ঘটে যাক এই ফেব্রুয়ারিতে
যতই পিলখানা ঝড়ে ঈশ্বরকে কাঠগড়ায় আনে বিশ্বলো্ক
আমি এই চৈত্রে এসে ঘোষণা দিয়েছি শ্রেষ্ঠত্বের
কারণটাও জানে সবে—
মঞ্চে দাড়িয়ে গেছে এক সূর্যসন্তান।
No comments:
Post a Comment